আজ ২২ই জুন, ২০২১ইং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আয়োজনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ২য় তলাস্থ সভাকক্ষে এসএসসি/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ০৬টি ট্রেডের সিলেবাস NTVQF এ্যালাইন করে প্রস্তুতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ৩ দিন ব্যাপী কর্মশালার আজ ছিল প্রথম দিন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, চেয়ারম্যান, এনসিটিবি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান , সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) ,এনসিটিবি; প্রফেসর মোঃ মামুন উল হক,পরিচালক (আইটিসি),বাকাশিবো; সভাপতিত্ব করেন ড.মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা, চেয়ারম্যান, বাকাশিবো, ঢাকা।
এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস বিষয়ের তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক এর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির ইন্সট্রাক্টর জনাব মোঃ আশফাকুর রহমান টগর।
Facebook Post Link:
https://www.facebook.com/daffodilpolytechnic/posts/4094505287303973