#বিজ্ঞান #তাপ_ও_তাপমাত্রা
তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয়। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। শিল্পকারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়। সেজন্য কলকারখানায়ও থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়।
তোমরা পরের পাঠগুলোতে ভালোভাবে জানবে যে, তাপমাত্রার পরিবর্তন হলে তরল পদার্থের আয়তন বাড়ে বা কমে। তরল পদার্থের আয়তন কতটুকু বাড়ালো বা কমলো তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমলো তা বের করা হয়। থার্মোমিটারে পারদ, এলকোহল ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। নিচে একটি পারদ থার্মোমিটারের বর্ণনা দেয়া হলো।
পারদ থার্মোমিটার যে থার্মোমিটারেপারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়তাই পারদ থার্মোমিটার। তোমরা নিশ্চয়ই জ্বর মাপার থার্মোমিটার দেখেছ? এটি একটি পারদ থার্মোমিটার। নিচের চিত্রের মতো এ থার্মোমিটারে সরু ও সুষম ছিদ্রযুক্ত একটি পুরু কাঁচনল থাকে। নলটির একপ্রান্তেপাতলা দেয়ালসহ একটি বাল্বথাকে। বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ ভরা হয়। নলের বাকি অংশে শুধু খুব সামান্যপরিমান পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা হয়। থার্মোমিটারের নলে ছিদ্রটি খুব সরু। তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়লেই সরু ছিদ্র দিয়ে পারদ অনেকখানি উপরে উঠে যায়। পারদ নলের কোন দাগ পর্যন্তউঠলো তা দেখে বোঝা যায় তাপমাত্রা কতটুকু বেড়েছে।
Views |
0
|
Total Views |
0
|
Members Views |
0
|
Public Views |
Actions |
0
|
Likes |
0
|
Dislikes |
0
|
Comments |
Share by mail
Please login to share this video by email.